EDTECO EDUCATION MANAGEMENT SYSTEM
তৃণমূল পর্যায়ে শিক্ষা বিস্তারের লক্ষে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার কমলাপুর গ্রামের প্রত্যন্ত এলাকায় গড়ে উঠে কমলাপুর দাখিল মাদ্রাসা। শিক্ষা বিস্তারে অভাবনীয় সফলতা আসার পর উচ্চ শিক্ষার উপযোগীতা পাওয়ায় ২০০০ সালে এটি আলিম পর্যায়ে রূপান্তরিত হয়ে এটি বর্তমানে কমলাপুর আলিম মাদ্রাসা হিসেবে পরিচিতি পাচ্ছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে একটি দক্ষ পরিচালনা কমিটির মাধ্যমে ২৭ জন শিক্ষক-কর্মচারী (এমপিও/নন এমপিও) প্রায় সাড়ে ছয়শত শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। আমাদের একটি চার তলা ভবনসহ দুইটি এক তলা ভবন এবং একটি টিনশেড ঘর আছে। আমাদের মাদ্রাসার অধীনে ১ একর ২৬ শতাংশ জমি আছে। বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীদের মাদ্রাসায় আসার জন্য পাকা রাস্তা আছে। মাদ্রাসার চারপাশ ছোট-বড় বৃক্ষদ্বারা আবৃত। মাদ্রাসায় শিক্ষার্তীদের খেলা-ধুলা করার জন্য একটি সু-বিশাল মাঠ আছে। প্রতি বছর দুইদিন ব্যাপি ক্রীড়া-প্রতিযোগিতা এবং সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী এবং কৃতী শিক্ষার্তীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। সব মিলিয়ে যুগোপযোগী শিক্ষা এবং দ্বীনী শিক্ষা অর্জনের এক মনরম পরিবেশ দ্বারা বেষ্টিত আমাদের মাদ্রাসাটি।